বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে গণহ্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে গণহ্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভায় বক্ত্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, সাবেক টেয়ারম্যান আজিজুর রহমান, ওসি তদন্ত আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোন্তাফিজার রহমান মিলন, ক্রিড়া সংস্থার সা: সম্পাদক কাহের আলী প্রমুখ।
নেপালের ঘটনায় শোক পালন
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে আকর্ষ্মিক বিমান দূর্ঘনায় বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার ফ্লাইটটি সোমবার বিধ্বস্ত হয়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন ৫১ জন আরোহী দেশী-বিদেশী নাগরিক।
দুর্ঘটনায় নিহত আরহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা ও সহমর্মিতা প্রকাশে সারা দেশের ন্যায় হিলিতে সরকারি, অধাসরকারি, শ্বায়ত্ব শাসিত ও বেসরকারি প্রতিষ্টান-ভবনে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস