বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের সংর্বধনা অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিয়েছেন।
আজ শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলণে মুক্তিযোদ্ধারা সংর্বধনা অনুষ্ঠান বর্জনের এ ঘোষনা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাবেক ডিপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক বলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের প্রচ্ছন্ন মদদে তার লোকজন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লুৎফর রহমান শাহকে অহেতুক অপদস্ত ও তার বিরুদ্ধে মিথ্যা হয়রানী মুলক একাধিক মামলা দায়ের করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন।
তিনি আরও বলেন সাবেক কমান্ডার লুৎফর রহমান শাহ এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠান বর্জন করবেন।
সংবাদ সম্মেলনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহশহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস