পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত সুন্দরবনের ভেতর দিয়ে সব ধরনের ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নৌ মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান, নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম। তিনি আরও জানান ভাসমান তেল নষ্ট করতে বিশেষ ধরণের পাউডার ব্যবহার করা হচ্ছে।