বাংলা৭১নিউজ,নেত্রকোনাপ্রতিনিধি: জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মঈন উল ইসলামের সাথে নেত্রকোনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় নেত্রকোনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক এম ফখরুল হক, ম কিবরিয়া চৌধুরী হেলিম, এ কে এম আব্দুল্লাহ, এম মুখলেছুর রহমান, দিলওয়ার খান, আলপনা বেগম, লিটন ধর গুপ্ত, ভজন দাস, কামাল হোসেন, শিমুল মিল্কী, আনিছুর রহমান, পল্লব চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, সোহান আহমেদ কাকন, শফিকুল ইসলাম ও শাহজাদা আকন্দ প্রমূখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক মঈন উল ইসলাম তার বক্তব্যে সরকারের দেয়া দায়িত্ব সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের জন্য সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসকের পেশাগত দায়িত্ব ও সকল উন্নয়ন কর্মকান্ড যথাযতভাবে নিজ নিজ মিডিয়ার মাধ্যমে তুলে ধরে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস