বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার আল ফয়সলের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচী এবং এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে তিনটি সূচক (যেমন ১. মাথা পিছু আয়, ২. মানবসম্পদ সূচক ৩. অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক) মধ্যে যে কোন দুটি সূচক অর্জন করতে পারলেই সেই দেশ উন্নয়নশীল দেশে প্রবেশ করতে পারে। বাংলাদেশ তিনটি সূচকেই ভাল ভাবে উত্তরণ করেছে। সেই উন্নয়ন সূচক গুলোকে ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরো আন্তরিকতার সহিত কাজ করতে হবে। প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের এই সাফল্য প্রান্তিক জনগোষ্ঠী তথা আপামর জনগনের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বাংলা৭১নিউজ/জেএস