খাবার তাজা রাখতে ফ্রিজের জুড়ি নেই। হালকা ঠান্ডায় ফ্রিজে খাবার তাজা থাকে। তাই সবজি থেকে শুরু করে মাছ মাংস বা রান্না করা খাবার, চটজলদির জীবনে খাবারের জন্য প্রধান ভরসা এখন ফ্রিজ। ফ্রিজে রাখলে দীর্ঘদিন ধরে খাবার ভাল থাকে।
কিন্তু এমন কিছু খাবারও রয়েছে যেগুলো ফ্রিজে রাখলে খারাপ হয়ে যায়। জেনে নিন তেমনই ১০ টি খাবার যেগুলো ফ্রিজে রাখবেন না।