যদি কোন স্ত্রী তার স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকেন তা আত্নমর্যাদার ওপর আঘাত এবং বিবাহবিচ্ছেদের জন্য যৌক্তিক কারণ হতে পারে। এর ফলে স্বামী বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবেন বলে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে পারিবারিক আদালতের একটি রায় দিল্লি হাইকোর্ট বহাল রেখে এ আদেশ দেন। নিম্ন আদালতের আদেশে স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকলে তা ‘মানসিক বর্বরতার’ শামিল হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বিবিসি জানায় , ত্রিশোর্ধ্ব ব্যবসায়ী স্বামীর ওজন ১০০ কেজির বেশি হওয়ায় মোটা স্বামীকে নিয়ে স্ত্রী প্রতিনিয়ত অপমান করতেন। এসময় প্রায় ‘মোটা হাতি’ বলে ডাকতেন স্ত্রী। স্ত্রীর লাগাতার অপমান সইতে না পেরে পারিবারিক আদালতে মামলা করলে আদালত দম্পতির বিচ্ছেদ অনুমোদন করেছিলেন। পরে দিল্লি হাইকোর্টে ওই আদেশ চ্যালেঞ্জ করেন স্ত্রী। কিন্তু নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছেন উচ্চ আদালত।
আদালত বলেছেন, স্বামী অতিরিক্ত মোটা হলেও তাঁকে ‘হাতি’ বা ‘মোটা হাতি’ নামে ডাকা তাঁর আত্মমর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাতের শামিল।