বাংলা৭১নিউজ,এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কতিপয় সন্ত্রাসী চাঁদাবাজ নির্ধারিত রুটে বাস চলাচলে বিঘœ সৃষ্টি করে যাত্রী হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কমসূচি পালন করেছে বরিশাল-পটুয়াখালী-বরগুনা জেলা বাস মিনিবাস মালিক শ্রমকি সমন্বয় পরিষদের শত শত মালিক শ্রমিক।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-পটুয়াখালী-কুয়াকটা মহাসড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাওলা দুলু, নির্বাহী সভাপতি মোঃ মিজানুর রহমান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার মনিরুল ইসলাম স্বপন, সড়ক পরিবহন সম্পাদক মোঃ শামিম মৃধা প্রমূখ।
বক্তারা বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা ও বরিশাল- ঝালকাঠী মহাসড়কে বাস চলাচলে চাঁদাবাজী বন্ধসহ অবৈধ সমিতির কার্যক্রম বন্ধকরে সড়ক পরিবহন আইন ও মটরস যান অধ্যাদেশ রুট পার্মিটের যাত্রীবাহি বাস নিরাপদে চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও চাঁদাবাজী বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। অবৈধ সমিতির কার্যক্রম ও চাদাবাজী বন্ধ না হলে পরবর্তীতে দক্ষিনাঞ্চলের ৬টি জেলার সকল রুটে অনির্দিস্ট কালের জন্য বাস ধর্মঘটের কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে বলে হুশিয়ারী করেন।
বাংলা৭১নিউজ/জেএস