বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মুহ. আব্দুল হাননান খান শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে চার তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমতাজ জামানী আক্তার সিদ্দিকা, পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, লেখক ও গবেষক আলী আহমেদ খান আইয়ুব, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। পরে মুহ. আব্দুল হাননান খান বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
উল্লেখ্য, মুহ. আব্দুল হাননান খানের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৬৬ লক্ষ টাকা ব্যায়ে এই চার তলা ভবন নির্মাণ কাজ শুরু হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস