বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপলক্ষ্যে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় শনিবার দিনব্যাপী (১৭মার্চ)।
এ কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ এমদাদুল হক (ইন্তু মহাজন) । উদ্ধোধন করেন গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ আতিকুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ গফরগাঁও শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল ওয়াদুদ, হামদর্দের ডাঃ মোঃ আরিফুল আজাদসহ হামদর্দের অন্যান্য প্রতিনিধি বৃন্দ। বহু নারী-পুরুষ, শিশুসহ সকল ধরনের রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
হতদরিদ্র রোগী মোঃ আফাজ উদ্দিন (কডি) জানান, হামর্দদের এ ধরনের উদ্যোগে আমরা গরীবদের জন্য খুব উপকার হয়েছে । মহান এই দিনে এ ধরনের উদ্যোগের সফলতার কামনা করছি। গফরগাঁও শাখার হামর্দদের ম্যানেজার এম এ ওয়াদুদ জানান, প্রতিবছর বিশেষ দিনগুলোতে হামর্দদ এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে ।
বাংলা৭১নিউজ/জেএস