বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সরকারী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। শনিবার সকাল ১০টায় পটুয়াখালী সরকারী মহিলা কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও কেক কাটার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাফর আহমেদ এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইফুল আলমরে সঞ্চালনায় আলোচনা করেন, কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ আবদুল মালেক, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, মোঃ তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মুফতী সালাউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ প্রমুখ। শেষে বঙ্গবন্ধু ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও কেক কাটেন কলেজের অধ্যক্ষ মোঃ জাফর আহমেদ। কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিজয়ী তিন জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হচ্ছে, সুমা হাবিবা, তাসলিম জাহান সাবিহা ও শারমিন আক্তার। এর আগে সকাল সাড়ে ৭টায় অধ্যক্ষের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক র্অপন করে জেলা প্রশাসনের র্যালীতে অংশগ্রহন করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস