বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগিতায় “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” স্লোগান নিয়ে বৃহস্পতিবার নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় মোক্তাপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নূরুল ইসলাম, চন্দ্রনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস