বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: “জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে বর্নাঢ্য র্যা লি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, হিলি পল্লি বিদ্যুৎ সমিতির এজিম হাবিবুর রহমান প্রমুখ।
পরে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে দুর্যোগের সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদী সম্পর্কে ধারনা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস