বাংলা৭১নিউজ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কলেজটির নামকরণ করা হয়েছে এইচ.টি. ইমাম ডিগ্রি কলেজ। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি এই কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এইচ.টি. ইমাম বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রথম স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমাম উল্লাপাড়ার সোনতলা গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে কলেজটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৯-২০১০ অর্থবছরে এটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা প্রায় ১হাজার ২শত।
কলেজের অধ্যক্ষ নূরুল আলম সরকার জানান, কলেজটির সামগ্রীক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এর পরিচালনা পর্ষদ ২০১৭ সালে এর নাম পরিবর্তন করে এইচ.টি. ইমাম ডিগ্রি কলেজ করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের আলোকে সরকারি বিধিমালা অনুযায়ী এইচ.টি. ইমামের পরিবার থেকে কলেজ তহবিলে ১৫ লাখ টাকা ও সংশ্লিষ্ট রাজশাহী শিক্ষাবোর্ডে ১৫ হাজার টাকা জমা দেওয়া হয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি কলেজ-৬) উপ-সচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এই কলেজের নাম পরিবর্তন সংক্রান্ত একটি চিঠি কলেজ কর্তৃপক্ষ হাতে পেয়েছে বলে উল্লেখ করেন অধ্যক্ষ।
বাংলা৭১নিউজ/জেএস