সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে প্রায় ৮ ঘণ্টা পর সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে।
এর আগে ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে হাতিরঝিলসহ ওই এলাকার আশপাশের বিভিন্ন রাস্তায় তীব্র যানজট দেখা দেয়।
টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা না ছাড়ার ঘোষণা দেন। সন্ধ্যায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের সচিব শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। এর পরেই সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
বাংলা৭১নিউজ/এসএকে