বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: ৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর শনিবার রাত ২টা থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল করা হয়। রোববার সকাল ৯টার দিকে উদ্ধারকাজ শেষ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এর পর ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
এতে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
রোববার সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। সকাল ৯টার দিকে মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলা৭১নিউজ/পিআর