বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ সিএমএইচে মারা গেছেন দুবলারচরে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা গ্রেফতার সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল ইন্টারপোল ও ক্যাসপারস্কির অভিযানে ৪০ সাইবার অপরাধী গ্রেফতার নাম লোগো পোশাক পরিবর্তন, নতুন আইনে পরিচ্ছন্ন বাহিনী হবে র‌্যাব কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তার নিয়োগ হয়েছে নভেম্বরে খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র জয়া আহসানের প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, তারপর হাসপাতালে ফিরলেন আহতরা

৫০ ঘণ্টা অবরোধের কবলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ক্ষুব্ধ যাত্রীরা

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরে টিঅ্যান্ডজেড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা দেশের ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৫০ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন পড়েছে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। মহাসড়কের পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে রাত জেগে পালাক্রমে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে এখন পর্যন্ত অবরোধে কোনো ধরনের ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে স্থানীয় শাখা রোডগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছোট-বড় অনেক গাড়ি অপেক্ষাকৃত সরু রাস্তায় প্রবেশ করায় ওই রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

 

ইকবাল হোসেন নামে মোগরখাল এলাকার স্থানীয় এক ব্যবসায়ী বলেন, গত ৫০ বছরেও গাজীপুরে এত দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের রেকর্ড নেই। ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে দেশের প্রায় অর্ধেক অঞ্চলের মানুষ চলাচল করে। গুরুত্বপূর্ণ মহাসড়কটি তিনদিন ধরে অবরোধ করে রাখলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গত তিনদিন ধরে অনেক বাস ও পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান চালক-হেলপাররা চরম বিপাকে পড়েছেন। তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে আশপাশের বাড়িঘরগুলোতে ভিড় করছেন। তিনদিন ধরে অনেকে গোসল করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন।

অবরোধে থাকা সালমা আক্তার নামে এক পোশাক শ্রমিক বলেন, কারখানার মালিক প্রশাসনের মাধ্যমে আমাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বারবার তারিখ দিলেও তারা কথা রাখেনি। তাই এবার আমরা প্রশাসনসহ কারো কথাই মানবো না। আমরা আমাদের পাওনা টাকা চাই।

 

অপরদিকে সোমবার সকালে বিক্ষুব্ধ কিছু পোশাক শ্রমিক গাজীপুর মহানগরীর ভোগড়া, বাসন সড়ক, চৌধুরী বাড়ি, ভোগড়া বাইপাস, চান্দপাড়া, মোগরখাল, ছয়দানা, মালেকের বাড়ি, ডেকেরচালা, সাইনবোর্ডসহ বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাতে থাকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকার অন্তত ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, শ্রমিকরা তাদের দাবির প্রশ্নে অটল। কোনো অবস্থাতেই তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিচ্ছে না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করি সমস্যার সমাধান হবে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com