বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় অন্তত ছয়জন সন্ত্রাসী অংশ নেয়। আর এই হত্যাকাণ্ড ঘটাতে তারা সময় নেয় ৫ মিনিট।
সোমবার সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, আমরা ধারণা করছি এটি টার্গেট কিলিং। হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেয়। প্রথমে তিনজন প্রবেশ করে। এরপর জোর করে আরও তিনজন প্রবেশ করে। আর তারা মোট সময় নেয় পাঁচ মিনিট। পরে তারা কলাবাগানের ডলফিন গলি দিয়ে পালিয়ে যায়। ‘এ সময় কলাবাগান থানার এএসআই মুমতাজ তাদের ঝাপটে ধরলে তারা তাকে কোপায়। এ সময় তিনি সন্ত্রাসীদের মধ্যে একজনের ব্যাগ ও মোবাইল রেখে দেন।’
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তদন্ত করছে। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের ওপর কোনো হুমকি ছিলো কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হুমকি ছিলো কিনা তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। কেনো ঘটনাটি ঘটলো তা বোঝার জন্য চেষ্টা করা হচ্ছে। হুমকি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএম