ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৪৫ ওভার বোলিং করেও কোনো উইকেট পায়নি বাংলাদেশ। গতকাল ৩৭ রানে অপরাজিত থাকা কাইল মেয়ার্স অভিষেকেই হাঁকিয়েছেন সেঞ্চুরি।
প্রতিবেদন লেখার সময় ক্যাবিরীয়দের সংগ্রহ ৩ উইকেটে ২৩১ রান। কাইল মেয়ার্স ১০৭ ও এনক্রুমা বোনার ৬১ রানে ব্যাট করছেন। ৩৬৪ বলে ১৭২ রানের জুটি গড়েছেন দুজন।
আজ কমপক্ষে আরো ৪৫ ওভার খেলা হবে। জয়ের জন্য উইন্ডিজের দরকার ১৬৪ রান। আর বাংলাদেশের দরকার ৭ উইকেট।
এর আগে ৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে উইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছিল। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। ফলে প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এবি