শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস দুই বিভাগে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস আফগানিস্তানে বন্দুকধারীদের গুলি, স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪ সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল

৪০ বছরের রেকর্ড ভেঙ্গে মিল্কভিটা’র দুধ বাজারের শীর্ষে!-মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্কভিটা'র বিপননকেন্দ্র পরিদর্শন করছেন মিল্কভিটার চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের একটি দল-ফাইল ছবি

বাংলা৭১নিউজ,শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : “ভোক্তা সন্তুষ্টি অর্জনে আমরা কাজ করে চলেছি। আমরা দায়িত্ব নেয়ার পর থেকে দুধের গুণগত মান অক্ষুন্ন রাখতে বহুমূখী কর্মপন্থা গ্রহণ করি। স্বর্গীয় খাদ্য, শিশুখাদ্য দুধের সাথে বেঈমানী আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু’র নিয়মিত তদারকী ও যুগোপযোগী ব্যবস্থাপনা এবং নির্দেশনায় বর্তমান ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করায় বিগত ৪০ বছরের রেকর্ড ভঙ্গ করে সকল ব্রান্ডকে টপকে বাজারের সেরা দুধ হিসেবে স্বীকৃতি পেয়েছে মিল্কভিটা। বিরল এ অর্জন আমাদের একার নয়, দেশের প্রান্তিক সমবায়ী গো-খামারীদের, সকলের।”
আজ সোমবার রাতে একান্ত এক সাক্ষতকারে উপরোক্ত কথাগুলো বলেছেন মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু), স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। গাজীপুর জেলার হোতাপাড়া মণিপুর মহল্লার দুধের ভোক্তা মোঃ রাজ্জাক মিয়া বাদল ও গৃহবধু সুমা আক্তারসহ ওই এলাকার মিল্কভিটা’র দুধের বেশ কয়েকজন ভোক্তা জানিয়েছেন, “বাজারের বিভিন্ন ব্রান্ডের দেশী-বিদেশী দুধ ইতিপূর্বে কমবেশী খেয়েছি। গরুর খাঁটি দুধের সেন্ট (সুবাস) ও টাটকা-সতেজতা কেবলমাত্র মিল্কভিটা’র দুধেই খুঁজে পেয়েছি। মিল্কভিটা’র দুধ খেয়ে মনে হয় গ্রামের বাড়ি শাহজাদপুরের বাথানের গরুর খাঁটি দুধই খাচ্ছি।” তথ্যানুসন্ধানে জানা গেছে, সম্প্রতি ভোগ্যপণ্যের মান ও জনপ্রিয়তার ওপর যৌথভাবে জরিপকার্য চালায় বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। যৌথ উদ্যেগে সারাদেশে ৪ হাজার ভোক্তার ওপর ওই দু’টি প্রতিষ্ঠান জরিপ চালিয়েছিলো।
মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশসহ পৃথিবীর ৫৯টি দেশের ব্যান্ড ও বিপণন গবেষণার কাজে অত্যন্ত সুনামের সাথে নিয়োজিত রয়েছে । যৌথ ওই জরিপে মিল্কভিটা’র দুধকে বাজারের সেরা দুধ হিসেবে ঘোষণা করা হয়। ওই জরিপে মিল্কভিটা’র দুধের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে ডানো ও আড়ং।
চার দশকের ইতিহাসে মিল্কভিটা এ প্রথম এ স্বীকৃতি পেল। আনুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম সম্প্রতি তেজগাঁও প্রধান কার্যালয়ে মিল্কভিটা’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর কাছে একটি ক্রেস্ট প্রদান করেন। মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘মিল্কভিটার জন্য এটি গর্বের বিষয়। মিল্কভিটাকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com