রূপালী ব্যাংকের এসএমআর রোড শাখা, যশোরের উদ্যোগে ৩৫ জন কৃষককে কৃষিঋণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের কোটালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে ক্ষুদ্র ও কৃষিঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণী উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মাসুদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক, যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক রোকনুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন এসএমআর রোড শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. শহিদুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এসএইচ