বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে নির্বাচন আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি : প্রধান উপদেষ্টা বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ক্রিকেটাররা সংস্কার প্রক্রিয়ায় থাকতে চান ব্যবসায়ীরা রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই যুবক হাসপাতালে বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪ মানিকগঞ্জে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগ বাংলাদেশ ভ্রমণে মা‌র্কিন নাগ‌রিক‌দের সতর্কবার্তা শিথিল সংবিধান সংস্কারের উদ্যোগ, কমিশনের দায়িত্বে শাহদীন মালিক নতুন শর্ত ছাড়া যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস বরিশালে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান অবনতির আশঙ্কা ডেঙ্গু পরিস্থিতির দুর্নীতি মামলা : স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বগুড়ায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২২ জনের নামে মামলা তেজগাঁও ও নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, আশা ফখরুলের ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ: বাংলাদেশ দলে এক পরিবর্তন ‘গ্যাস সংকটে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প’

৩০ লাগেজ বি‌ড়ি-জর্দা পাচা‌রের চেষ্টা, তিন হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

সৌ‌দি সরকা‌রের নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে প‌রিক‌ল্পিতভা‌বে হজযাত্রী‌দের না‌ম দি‌য়ে ৩০ লাগেজ তামাকপাতা, বি‌ড়ি, জর্দা, গুল ইত‌্যা‌দি গোপ‌নে দেশটিতে পাচা‌রের অভি‌যো‌গে ৩টি হজ এজে‌ন্সির বিরুদ্ধে তদন্ত শুরু ক‌রে‌ছে ধর্ম মন্ত্রণালয়। ইতোম‌ধ্যে ৩ এজে‌ন্সি‌কে শোকজ করা হ‌য়ে‌ছে। রোববার (১৪ জুলাই) পাঠা‌নো নো‌টি‌সে তা‌দের বিরু‌দ্ধে কেন প্রশাস‌নিক ব‌্যবস্থা গ্রহণ ও এজেন্সির লাইসেন্স বা‌তিল করা হ‌বে না, তা জান‌তে চে‌য়ে ৩০ জুলাইয়ের ম‌ধ্যে জবাব দি‌তে বলা হ‌য়ে‌ছে।

নো‌টিসপ্রাপ্ত তিন এজে‌ন্সি‌ হ‌লো- লিড এজেন্সি খিদমাহ ওভারসিজ এবং সমন্বয়কারী এজেন্সি জিলহজ্ব ট্রাভেলস ও আত-তাবলীগ হজ সার্ভিস।

জানা গে‌ছে, অভি‌যো‌গ প্রমা‌ণিত হ‌লে এজে‌ন্সিমা‌লিক ও তামাক পাচা‌রে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে প্রশাস‌নিক ব‌্যবস্থা গ্রহ‌ণের পাশাপা‌শি এজে‌ন্সি ৩টির লাইসেন্স বা‌তিল হ‌তে পা‌রে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ১১ জুন ভোর ৫টা ৫৫ মিনিটে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের মোট ১৯৫ জন হজযাত্রীর মধ্যে ঐ এজেন্সির ১১১ জন, সমন্বয়কারী এজেন্সি জিলহজ্ব ট্রাভেলসের ৩৪ জন এবং আত-তাবলীগ হজ সার্ভিস’র ৩৭ জন নিবন্ধিত হজযাত্রী ছিলেন।

ফ্লাইনাসের ওই ফ্লাইটে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের হজযাত্রীদের চেক-ইন চলাকালে তামাক পাতা, জর্দা ও বিড়িসহ একটি লাগেজ শনাক্ত করা হয়। কিন্তু সে‌টি সু‌নি‌র্দিষ্ট কো‌নও হজযাত্রীর লা‌গেজ ছিল না। খিদমাহ ওভারসিজের মোনাজ্জেম মোহাম্মদ আব্দুস সালাম, জিলহজ্ব ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. আবদুস সাত্তার এবং গ্রুপ লিডার মো. বাবুল মিয়া শনাক্ত করা ওই লাগেজসহ ৩০টি লাগেজ নিয়ে হজক্যাম্প ত্যাগের চেষ্টা করলে ক্যাম্পের মূল ফটকে বাংলাদেশ স্কাউটের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী এগুলো জব্দ করে। ৩০টি লাগেজের মধ্যে দুটি লাগেজের তালা ভাঙা হয়। সেখানে বিপুল পরিমাণ তামাক পাতা, গুল, জর্দা ও বিড়ি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওইদিন গ্রুপ লিডার বাবুল মিয়া জানান, ৩০টি লাগেজের সবগুলোতেই এমন সামগ্রী আছে। জানা গে‌ছে, ৩০টি লাগেজ আশকোনার হজ অফিসে জব্দ অবস্থায় রয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুটি লাগেজ ছাড়া প্রায় সবগুলোতেই হজযাত্রীর নামসহ কোনও তথ্য পাওয়া যায়নি।

লাগেজগুলোর ভেতরে রাখা অবৈধ পণ্য সামগ্রী হজযাত্রীর নয়; বরং সংশ্লিষ্ট ৩টি এজেন্সির লোকজনই পরিকল্পিতভাবেই ‌হজযাত্রী‌দের নাম দি‌য়ে গোপ‌নে অবৈধভা‌বে সৌ‌দি আর‌বে পাচা‌র কর‌তে চে‌য়ে‌ছি‌লেন।

প্রসঙ্গত, তামাক পাতা-জর্দা ও গুল ভর্তি এই ৩০টি লাগেজ সৌদি বিমানবন্দরে ধরা পড়লে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হতো এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তো। সৌদি আরবগামী ফ্লাইটে তামাক পাতা-জর্দা ও বিড়ি পরিবহনে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের কার্যক্রম ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এর পরিপন্থীও।

এর আগে, জেদ্দা বিমান বন্দরে হজযাত্রীর লাগেজে তামাক পাতা-জর্দা ও গুল ধরা প‌ড়ে। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ ঘটনায় লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানায়। যার কার‌ণে ২০২৪ সা‌লে প‌বিত্র হ‌জে তামাক, গুল, বি‌ড়ি ইত‌্যা‌দি প‌রিবহ‌নে ক‌ঠোরভা‌বে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com