মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাম্পের বক্তব্য ‘অসত্য’ বলায় ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হবে না ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেপ্তার ‘ভাইকে খুন করলো, অথচ পুলিশ পরামর্শ দেয় সড়ক দুর্ঘটনার মামলা করার’ রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ইসির অধীনে থাকবে না এনআইডি, হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০ অর্থপাচার মামলায় তারেক রহমান ও মামুনের আপিলের রায় ৬ মার্চ মেট্রোট্রেনের ভেতরে থাকছে পুলিশ ধীরগতিতে চলছে হাওর ফসল রক্ষা বাঁধের কাজ, দুশ্চিন্তায় কৃষক ভারতে আটক বাংলাদেশিদের তালিকা পাওয়া গেছে : গুম কমিশনের সভাপতি ৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান মায়ের জন্মদিন পালন করে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না: সারজিস হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন এবার ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প হাসপাতালে ফখরুলকে দেখতে গেলেন রিজভী ইউএনওর অফিসে জামায়াত নেতাদের পেটালেন বিএনপি নেতাকর্মীরা

৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। গত তিন দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি পূর্ব এশিয়ার এই দেশটিতে।

গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে দাবানলের সূত্রপাত। আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হয়েছে এ শহরটিতে। উতোমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে অফুনাতো-এর ৫ হাজার ২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল এবং আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজারেরও বেশি কর্মীকে।

এমনিতেই মার্চ মাসে অফুনাতো’র আবহাওয়া শুষ্ক থাকে। তার ওপর গত মাসে সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ম। ফেব্রুয়ারি মাসে অফুনাতোর গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১ মিলিমিটর।

আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার মানুষকে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪ হাজার ৬০০ জন। আগুনে ইতোমধ্যে অফুনাতো’র অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

আইওয়াত জাপানের ‍দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবিরল জেলা। এই জেলার একটি বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝোপ-ঝাড়-বনাঞ্চল।

৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ জাপানের জেলার সংখ্যা ৪৭টি। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়াতের আগুন নেভাতে আশপাশের ১৬টি জেলার দমকল কর্মীদের নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ১৬টি হেলিকপ্টার।

সূত্র : বিবিসি

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com