বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় তিনি বলেন, ‘ আগামীকাল বুধবার গেজেট প্রকাশ হবে। মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। মহাজোট মানুষের জোট। শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
এদিকে আগামী ১০ জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগেই মন্ত্রিসভার শপথ হতে পারে। এর আগে সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হবে এবং তারা শপথ নেবেন। গেজেটের পর শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন।
তিনি বলেন, মেজরিটি (সংখ্যাগরিষ্ঠ) দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সরকার গঠন করার জন্য আহ্বান জানাবেন।
একাদশ সংসদ নির্বাচনের ভোটে আওয়ামী লীগ সফলতা পেয়েছে বিস্ময়কর। ২৫৯টি আসনে প্রার্থী দিয়ে জিতেছে ২৫৬টিতেই। আবার শরিক দলকে দেওয়া ১৪টি আসনের ১১টি আসনেই জয় এসেছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে এক আসনে ভোট হয়নি। সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস