রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা শিল্পকলা একাডেমির সাবেক ডিজি লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা সামোয়া উপকূলে ডুবল নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ ২৩ দিনের জন্য বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, ৬২৭ মামলায় জরিমানা ২৬ লাখ দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু নেত্রকোনায় শতাধিক গ্রাম প্লাবিত, রেললাইনে উপচে যাচ্ছে পানি রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেফতার এবার কলকাতার রাস্তায় দেখা মিলল ঢাকার আলোচিত কাউন্সিলর আসিফের ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন ফের নামঞ্জুর ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা শাকিল অস্ত্রসহ গ্রেফতার সেনাবাহিনীতে সৎ-নীতিবান অফিসাররাই পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা

২৭ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৯ বার পড়া হয়েছে

দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশজুড়ে ভাপসা গরম অনুভূত হচ্ছে। আগামী রবিবার এই পরিস্থিতি থাকবে। এরপর গরমের তীব্রতা কমে আসবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর আগের দিন ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছিল সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা ও রংপুর বিভাগের আট জেলা, রাজশাহী বিভাগের আট জেলা ও সিলেট বিভাগের চার জেলাসহ মোট ২৭টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এতে ভাপসা গরম কিছুটা কমে আসতে পারে। এখন তাপমাত্রা যতটুকু তার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।

অন্যদিকে সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি  হতে পারে।   

উত্তরাঞ্চলে জনজীবন প্রায় বিপর্যস্ত

প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া রোদ, সঙ্গে প্রচণ্ড গরম হাওয়ায় অতিষ্ঠ রংপুরবাসী। অন্যদিকে ভাপসা গরমে সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বিভিন্ন বয়সের মানুষ। বেশ কয়েক দিন ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসব সমস্যা নিয়ে আসছে মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৫০ থেকে ৬০ জন গরমে সর্দি, কাশি, জ্বরসহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছে। অনেক রোগী আবার চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে চলে গেছে। প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর।

রংপুর আবহাওয়া অফিস বলছে, গত বুধ ও বৃহস্পতিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

রংপুর জিলা স্কুলের সামনে গাছের নিচে বসে থাকা রিকশাচালক এনামুল হক জানান, ‘গরমের কারণে মানুষ বাইরে আসছে না। সকাল থেকে ৫০ টাকা ভাড়া মারতে পারি নাই। ’ রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, এক সপ্তাহ ধরে রংপুর অঞ্চলে অস্বাভাবিক আবহাওয়া ও দাবদাহ বিরাজ করছে।

হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় খনির অভ্যন্তরে হাসপাতালে তার মৃত্যু হয়।

শ্রমিক সিরাজুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে উত্পাদন কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।   হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com