বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতা হিসেবে যশোরে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যশোরে হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে ৫৫৫ জন। এখন এই জেলায় কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১০৮ জন। এদিকে, যশোরে বিদেশফেরতদের বাড়িতে সতর্কতা হিসেবে লালপতাকা টাঙিয়ে দেয়া হচ্ছে।
যশোরের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যশোর সদরে ৪১৪, বাঘারপাড়ায় চার, চৌগাছায় এক, ঝিকরগাছায় ৪৮, কেশবপুরে আট, মণিরামপুরে সাত এবং শার্শায় ৭৩ জন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। এই সময়কালে অভয়নগরের একজনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। তিনি সুস্থ আছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. প্রতিভা ঘরাই এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১০ মার্চ থেকে সোমবার রাত পর্যন্ত জেলায় মোট এক হাজার ১০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে অভয়নগরে ৪১ জন, বাঘারপাড়ায় ১২, চৌগাছায় ২৭, যশোর সদরে ৬৭৬, ঝিকরগাছায় ৮২, কেশবপুরে ২২, মণিরামপুরে ৪১ এবং শার্শায় ২০৭ জন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এই সময়কালে ১৬ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এদের মধ্যে নয়জন চৌগাছার, সাতজন অভয়নগরের।
যশোর জেলায় এখনো পর্যন্ত কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হননি। কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেও নেই।
সিভিল সার্জন আরও জানান, যাদের তত্ত্বাবধানে রেখেছি তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার আছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল-বিকেল তাদের খোঁজ নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে, তাদের সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।’
এদিকে, যশোরে উপজেলা প্রশাসন বিদেশফেরতদের বাড়িতে বাড়িতে লালপতাকা টাঙানো উদ্যোগ নেয়া হয়েছে। যশোর সদর উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যশোর সদরের প্রায় ৩১শ’ জন প্রবাসী রয়েছেন।
তালিকা ধরে এদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেয়া হচ্ছে। যারা দেশে ফিরেছেন তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
বাংলা৭১নিউজ/এবি