বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: যুবতী হেলেনা আক্তারকে অপহরণের পর গণধর্ষণ, হত্যা ও লাশ টুকরো টুকরো করে গুম করার দায়ে আদালত কর্তৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল মান্নানকে (৫০) বুধবার ভোর রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কলমাকান্দা থানা পুলিশ।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান জানান, বিগত ১৯৯৫ সালের এপ্রিল মাসে কলমাকান্দা উপজেলার সারারকোনা গ্রামের রুস্তম আলীর মেয়ে হেলেনা আক্তারকে প্রতিবেশী মৃত খেদমত আলীর পুত্র আব্দুল মান্নান অপহরণের পর গণধর্ষন এবং হত্যার পর লাশ টুকরো টুকরো করে গুম করে ফেলে। এ ঘটনায় হেলেনার পিতা রুস্তম আলী বাদী হয়ে আব্দুল মান্নানকে প্রধান আসামী করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ০৬ (৪) ৯৫। ঘটনার পর থেকেই আব্দুল মান্নান পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ ইব্রাহিম দীর্ঘ তদন্ত শেষে আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে আসামী মান্নানের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণীত হওয়ায় ২০০২ সালের ৮ মে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। দীর্ঘ ২৩ বছর পলাতক থাকার পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মান্নান গত মঙ্গলবার রাতে বাড়ীতে আসার খবর পাওয়ার পর কলমাকান্দা থানা পুলিশ ভোর রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাংলা৭১নিউজ/জেএস