২২৫টি পদে সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে এসএসসি ও এর ওপরের শিক্ষাস্তরের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। একাডেমিক কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। আবেদন করতে হবে অনলাইনে (erecruitment.bb.org.bd) ১৫ জুনের মধ্যে।
বাংলা৭১নিউজ/এসএইচ