বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২০টি তাজা হাতবোমা ও শটগানের ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান ওরফে বুলেটকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহফুজুর রহমান ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পালেরহাট এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেট তার বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। তাকে গ্রেফতারের পর তাদের রান্না ঘরে রাখা হাতবোমা ও গুলি উদ্ধার করা হয়। পরে বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়।
সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২০টি তাজা হাতবোমা ও শটগানের ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতাকে গ্রেফতার করা হয়।
বাংলা৭১নিউজ/পিআর