সিরাজগঞ্জে প্রায় ২০ লাখ টাকার মূল্যের ২১০ গ্রাম হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) এবং পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, শহরের নিউ মার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ