বাংলা৭১নিউজ,ঢাকা: মানসম্মত ওষুধ উৎপাদন না করায় ২০টি ওষুধ কোম্পানি বন্ধের নির্দেশ দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে ১৮ আগস্ট এর মধ্যে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেন। একই সাথে ১৪টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশও বহাল রেখেছেন আদালত।
এর আগে গত সাত জুন এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছিলেন আদালত। সেই সাথে আদেশের সাতদিনের মধ্যে আদালতের এ আদেশ বাস্তবায়ন করে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ প্রশাসন পরিদপ্তরের পরিচালককে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।
পরে গত ১২ জুন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ওষুধ কোম্পানিগুলো আপিল করলে আজ আপিল বিভাগ তা খারিজ করে দিয়ে রায় বহাল রাখেন।
বাংলা৭১নিউজ/এসএইস