রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

২ উপজেলার মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

নওগাঁয় ছোট যমুনা নদীর ওপর গড়ে ওঠা একমাত্র বাঁশের সাঁকোই ভরসা দুই উপজেলার শতাধিক গ্রামের মানুষের। জেলার রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ছোট যমুনার নদীর ওপর তৈরি এ বাঁশের সাঁকোটি ভুপনার ঘাট নামে পরিচিত।

ছোট যমুনা নদীর দুই তীরে জেলার রানীনগর ও আত্রাই উপজেলা। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও আর বর্ষায় নৌকা দিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের। একটি সেতুর অভাবে দুই উপজেলার মানুষ বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।

জেলার রানীনগর ও আত্রাই উপজেলাকে পৃথক করেছে ছোট যমুনা নদী। নদীর পূর্ব পাশে রানীনগর উপজেলার কৃষ্ণপুর, মালঞ্চি, গোনা, ঘোষগ্রাম, কাশিমপুর, ভবানীপুর, মির্জাপুর ও মিরাপুরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম। নদীর পশ্চিম পাশে আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ, কালিকাপুর, হাটকালুপাড়া, আটগ্রাম, হরপুর, বাউল্লা, তারানগর, শৈলিয়া, লালুয়া, গোন্ডগোহালীসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম। এছাড়া রাজশাহী জেলার বাগমারা ইউনিয়ন পরিষদ অবস্থিত।

রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ছোট যমুনার নদীর উপর বাঁশের সাঁকো। যা ভুপনার ঘাট নামে পরিচিত। এ ঘাট দিয়ে দুই উপজেলার শতাধিক গ্রামের বাসিন্দা বছরের পর বছর চলাচল করে। প্রতিদিন এই ঘাট দিয়ে ৩ থেকে ৪ হাজার মানুষ চলাচল করে।

যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। বর্ষা মৌসুমে নদীতে যখন পানি থাকে তখন নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারপার হতে হয়।

naoga

রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন ও মালঞ্চি গ্রামের আমিনুলসহ অনেকেই বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এ নদীর ওপর সেতু নির্মাণ হয়নি। বাপ-দাদার পাশাপাশি আমাদের ও বর্তমান প্রজন্মের জীবন কেটে যাচ্ছে বাঁশের সাঁকো আর নৌকা দিয়ে পারাপারে। বর্ষা মৌসুমে নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে নৌকা ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে। এলাকার উন্নয়নে নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

আত্রাই উপজেলার আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম বলেন, প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের সময়ে একনেক একটি ব্রিজ নির্মাণের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০-১২ বার ঘাটে এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার কাজও করে গেছে। কিন্তু আজও আলোর মুখ দেখেনি।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাকসুদুল আলম বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী নিদের্শনা দিলে কাজ শুরু করা হবে।

বাংলা৭১নিউজ/পিকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com