শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

১৬০ ডিগ্রি ঘুরে গেলেন ট্রাম্প, বৈঠক হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করার একদিনের ব্যবধানে আবার মত পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ব্লুমবার্গের।

কিমের সঙ্গে আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সংলাপ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার স্থানীয় সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করছেন। শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেয়া সুন্দর বিবৃতির পরই যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আমরা সংলাপটি করতে চাই। ১২ জুন সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

র আগে সংলাপ বাতিল করে উত্তর কোরিয়াকে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

পরের দিন শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে দেশটি জানিয়েছে, তারা যেকোনো সময় আলোচনায় বসতে আগ্রহী।

ট্রাম্পের বৈঠক বাতিল সংক্রান্ত একটি চিঠি কিমকে পাঠানোর পর এক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কাই-গোয়ান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।’

বৈঠক বাতিল করে ট্রাম্পের পাঠানো চিঠি

বৈঠকে বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার ‘খোলাখুলি বৈরিতাকে’ দায়ী করেন।

আগামী ১২ জনু সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠক সম্পর্কে বিশদ কোনো তথ্য জানা না গেলেও সেখানে মূলত কোরীয় উপত্যকাকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনার প্রত্যাশা জেগেছিল।

দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায় উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে প্রস্তাবিত আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ঐতিহাসিক এই বৈঠক আহ্বান করে। তবে শেষপর্যন্ত বৈঠকটি হচ্ছে না জানিয়ে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিমকে চিঠি পাঠায় হোয়াইট হাউজ।

কিমকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আমি আপনার সঙ্গে দেখা করার বিষয়ে খুবই আশাবাদী ছিলাম। কিন্তু, দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক বক্তব্যে যে ক্রোধ ও খোলাখুলি বৈরিতা প্রকাশ পেয়েছে, তাতে মনে হয়েছে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা এই বৈঠকের জন্য উপযুক্ত সময় এখন নয়।’

তিনি বলেন, ‘অতএব, এই চিঠির মাধ্যমে অবগত করা হচ্ছে যে, সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠক আমাদের উভয়ের ভালোর জন্য বাতিল করা করা হলো। কিন্তু, পৃথিবীর জন্য এটা ভালো হলো না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি (কিম জং উন) আপনার পরমাণু সক্ষমতার কথা বলছেন। কিন্তু, আমাদেরগুলো এতো বড় ও শক্তিশালী যে ঈশ্বর না করুন সেগুলো কখনো ব্যবহার করতে হয়।’

কিমকে সরাসরি সম্বোধন করে লেখা ওই চিঠিতে ট্রাম্প ভবিষ্যতে তাদের মধ্যে বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন। সূত্র : এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com