রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত

১৫ শ পাথরখণ্ডের ফলকে ‘আসতাগফিরুল্লাহ’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮ বার পড়া হয়েছে

নানা ধরনের রঙিন পাথরের তৈরি আকর্ষণীয় ফলক। লাল রঙের পাথরের মধ্যে সাদা পাথরে তৈরি ‘আসতাগফিরুল্লাহ’ লেখা ফলকটি নজর কাড়ে সবার। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনন্য এ শিল্প তৈরি করেছেন ইরাকের তিন তরুণ।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কাজাকোয়া এলাকা ও এরবিল শহরের প্রধান সড়কে তা শিল্পকর্ম তৈরি করা হয়। সিমেন্ট ও লোহার মিশ্রণে এক হাজার পাঁচ শত পাথর খণ্ড দিয়ে তৈরি করা হয় এ স্থাপনা।  

মাত্র দুই মিটার উঁচু এ স্থাপনা প্রস্থে চার মিটার। এতে লাল ও সাদা রঙের মূল্যবান ১৫ শত প্রস্তরখণ্ড ব্যবহৃত হয়। কাজাকোয়া এলাকা থেকে সংগৃহ করা হয় বিচিত্র বর্ণের পাথরগুলো। উজ্জ্বল বর্ণের হওয়ায় দূরবর্তী স্থান থেকেও তা দেখা যায়।  

আল জাজিরা নেটের প্রতিবেদনে বলা হয়, রশিদ দালাকের সৃজনশীল ভাবনায় কংক্রিটের ওপর লেখা ‘আসতাগফিরুল্লা’ বাক্য তৈরি করেন তিন ‍উদ্যমী তরুণ। এরপর তাতে পাথর রাখা হয়।  

রশিদ দালাক বলেন, ‘মূলত পথচারীদের প্রদর্শনের জন্য প্রধান সড়কে এ শিল্পকর্ম স্থাপন করা হয়। যেন তা দেখে সবার অন্তরে আল্লাহর স্মরণ হয় এবং ক্ষমাপ্রার্থনা করা হয়। এমনকি পাহাড়ের চূড়ায় আল্লাহর ৯৯ নামের ফলক স্থাপন করতে যাচ্ছেন বলেও জানান তিনি।  

ইরাকের অন্যান্য শহরেও ইসলামী শিষ্টাচার ও মূল্যবোধের প্রসারের লক্ষ্যে এ ধরনের ফলক স্থাপনের পরিকল্পনাও আছে শিল্পী দলের। আগামীতে এ ধরনের ‘সুবহানাল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’ লেখা আরো দুটি ফলক স্থাপনের পরিকল্পনার কথাও বলা হয়।

সূত্র : আলজাজিরা

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com