বাংলা৭১নিউজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি হাকিমপুর পৌর মেয়রের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের জন্য সরকারি ভাবে খোলা বাজারে ১০ টাকা কেজি দরের চাল বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে। এলাকার অসহায় ৬শত মানুষ প্রতি সপ্তাহে ৩ হাজার করে কেজি চাল পাচ্ছে। মানুষের প্রতি এ ধরণের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকল পেশার মানুষ।
মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনা ভাইরাসের থাবায় সারা পৃথিবীর কোটি কোটি কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন অসহায় মানুষ ৫০ টাকার জন্য দাড়ে দাড়ে ঘুরছে। তাদের সেবা করতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি। যতদিন দুযোর্গ থাকবে তিনি এ কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি আরও জানান, তাকে মোবাইলে কল করলেই সেচ্ছা সেবকরা খাদ্য সামগ্রি বাড়ি পৌছে দিয়ে আসছে।
বাংলা৭১নিউজ/এমআর