রাজস্ব খাতের আওতায়২০২০-২০২১ অর্থবছরের রবি মৌসুমে বাস্তবায়িতের লক্ষে দিনাজপুরের হিলিতে সরিষা প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাধুরিয়া ব্লকের মনসাপুর গ্রামে বিনা জাত সরিষা-৪ এর প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনপ্রতিনিধি গৌর চন্দ্র এর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা,উপজেলা ভাইস চেয়ারমম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম ও কৃষি এসটেনশন অফিসার মেসবাউল রহমানসহ অনেকে।
বাংলা৭১নিউজ/এমকে