বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: করোনা সতর্কতা জারির ফলে মানুষ আজ ঘরবন্দি। অসহায় হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ ন্যায্য মুল্যের পণ্য পাওয়ার লক্ষে দিনাজপুরের হিলিতে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় হিলি বাজারের মেসার্স কাহের আলী ট্রেডার্স টিসিবি’র পণ্য বিক্রি শুরু করেন। ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে পুষ্টি ও বসুন্ধরা সোয়াবিন তেল প্রতি কেজি ৮০ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫০ টাকা, ছোলা প্রতি কেজি ৭০ টাকা ও চিনি প্রতি কেজি ৫০ টাকা দরে ক্রয় করছেন। কম দামে পণ্য পাওয়ায় লাইন ধরে ক্রেতারা এসব মালামাল কিনতে শুরু করেছেন।
এ সময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ৫ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল ও ২ কেজি চিনি ক্রয়ের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন শুরু হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ