বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: হিলি সীমান্ত সংলগ্ন চন্ডিপুর গ্রামের মিঠুন নামের এক যুবকের গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠুন (২৭) হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
রোববার রাত ৮ টার দিকে কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, চন্ডিপুরের ওই স্থানে প্রতিরাতে জুয়া খেলা চলতো। প্রায় রাতেই জুয়ারুদের মধ্যে মারামারি হতো। পুর্বপরিকল্পিত ভাবে তাকে ধারোনা অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, ঘটনাস্থল পরিদশন করে নিহতে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা কান্ডের ঘটনা দ্রুত উদঘটিন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস