এক বছর বন্ধের পর আবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা। রবিবার দুপুরে ভারত থেকে আনার ফলবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
ঢাকার আরিয়ান অ্যান্ড ব্রাদাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ফল আমদানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সোবহান আলী বলেন, হিলি বন্দরে দীর্ঘদিন বন্ধের আবার ফল আমদানি শুরু করেছি। এক ট্রাক আমদানি আনারের ওজন ১৮ টন।
হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, ‘এই বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি আমরা।’
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, ‘এক বছর পর হিলি পোর্ট দিয়ে ফল আমদানি শুরু করা হয়েছে। ফল পচনশীল পণ্য তাই এটি দ্রুত ছাড়করণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।’