বাংলা৭১নিউজ, ডেস্ক : সিকান্দ্রাবাদের জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।
শুরুতে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেটে ৪৪ রান। আউট হয়ে ফিরে গেছেন ইমরুল কায়েস (৪)।
আগামী ৯ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এই মাঠেই ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুশীলন করবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে শনিবার নেটে ঘাম ঝরায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা। মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের জন্য টেস্ট স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত হয়েছেন আবু জায়েদ রাহী। প্রস্তুতি ম্যাচ শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক),তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম,সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি,শফিউল ইসলাম, শুভাশীষ রায় ও আবু জায়েদ রাহী।
ভারতীয় ‘এ’ দল : অভিনব মুকুন্দ, প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াষ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, রিসাভ পান্ট, ইশান কিষান, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সি ভি মিলিন্দ ও নিতিন সাইনি।
বাংলা৭১নিউজ/এম