বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাসট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাজধানীর পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ইসলামপুরে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গনে, সাটুরিয়ার সৈয়দ কালুশাহ কলেজ মাঠে, মানিকগঞ্জ জেলা শহরের সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে এবং হরিরামপুর উপজেলার পাটগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আরো ৬টি নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় মেয়ের ছেলে রশিদ মাইমুনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ছোট মেয়ের জামাই আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বড় মেয়ের জামাই মইনুল ইসলাম এবং দুই নাতি। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কামিটির ভাইস চেয়ারম্যান এ জেট এম জাহিদ হোসেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতের অধ্যক্ষ ডাঃ আক্তারুজ্জামান, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোটেক আব্দুস সালামসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হারুনার রশিদ খান মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তাকে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন। গত ১লা আগস্ট নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
বাংলা৭১নিউজ/জেএস