বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বিকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটবার্তায় তিনি এ হামলার ঘটনায় প্রতিবাদ জানান।
টুইট বার্তায় খালেদা জিয়া লেখেন, ‘এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।’
অপর একটি টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘বিএনপি মহাসচিবের ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই।’
প্রসঙ্গত, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে আজ বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় মির্জা ফখরুলসহ বিএনপির ৬ নেতা আহত হন। পরে তারা চট্টগ্রামে ফিরে যান।
বাংলা৭১নিউজ/সিএইস