কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. সুমন মিয়া ও মো. রফিকুল ইসলাম।
সোমবার (৭ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায়, কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকায় ইয়াবা আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ বিশ্বরোডের রায়মা কনফেকশনারির সামনে অবস্থান নেওয়া হয়। এরপর হানিফ পরিবহনের ওই বাসটি (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব–১৫-২৩৬৫) সেখানে পৌঁছালে সুমন ও রফিকুল নামের দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ও গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় আরও চার হাজার পিস ইয়াবা। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ