মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ দুই দিনের রিমান্ডে ছাত্রলীগ নেত্রী নিশি মডেল তিন্নি হত্যা : খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি আরেক মামলায় খালাস পেলেন বাবর, কারামুক্তিতে বাধা নেই এলপিজির ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ, এনবিআরের স্পষ্টীকরণ প্লট দুর্নীতি : এবার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে রাস্তায় নামেন বস্তিবাসী হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে পারে সঞ্চয়পত্র বিক্রি ‘ক্ষমতা পাকাপোক্ত করতে বিডিআরদের কোরবানি দিয়েছিল হাসিনা’ জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতিয়ায় ঘোড়ার শোডাউনে নৌকার হামলা, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউপি নির্বাচনের প্রচারণার প্রথম দিন নৌকার কর্মীদের হামলায় এক পুলিশ সদস্যসহ স্বতন্ত্র প্রার্থীর ১১ কর্মী আহত হয়েছেন। শনিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ডিএসবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাওছারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের (ঘোড়া) গাড়ি বহরে নৌকা প্রতীকের প্রার্থী আখতার হোসেনের (নৌকা) লোকজন হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আমাকে হুমকি দিয়ে আসছিলেন। শনিবার বিকেলে আমার প্রথম শোডাউনে তার (মোহাম্মদ আলী) নির্দেশে নৌকার প্রার্থীর কর্মীরা অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে সালাউদ্দিন, মাহাবুব রহমান, ছিদ্দিক উল্যাহ, নিজাম, মো হানিফ, সানাউল্লাহসহ ১১ জন সমর্থক আহত হন। এ সময় সমর্থকদের ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে সাতটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় নৌকার প্রার্থীর কর্মীরা।

তবে নৌকা প্রার্থী আখতার হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, হামলায় তার কোনো সমর্থক জড়িত নয়। স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সুবিধা নিতে তাকে ফাঁসানোর চেষ্টা হিসেবে পরিকল্পিতভাবে এ অভিযোগ করছেন।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আপনারা (সাংবাদিক) তদন্ত করে সত্য ঘটনা লিখুন। হামলায় আমার কেউ জড়িত থাকলে বিচারের কাঠগড়ায় দাঁড়াবো।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্য ও প্রার্থীর ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন মামলা জটিলতা কাটিয়ে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৫ জুন। এ নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জনসহ মোট ১১৩ জন প্রার্থীর মধ্যে শুক্রবার (২৭ মে) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com