বাংলা৭১নিউজ, বি এম হান্নান, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচনা জমে উঠেছে হোটেল রেস্তোরাঁ, হাট-বাজার-অফিসপাড়ায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে একক প্রার্থী। কিন্তু বেকায়দায় ধানের শীষের নেতা-কর্মীরা। এ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছেন সাবেক এমপি এম এ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিঃ মমিনুল হক। যাচাই-বাছাইয়ে মমিন-মতিন দু’জনেরই মনোনয়ন টিকে গেছে। এখন কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি নেতা-কর্মীরা।
হাজীগঞ্জ-শাহরাস্তি দুটি উপজেলা নিয়ে চাঁদপুর-৫ নির্বাচনী এলাকা। হাজীগঞ্জে জনসংখ্যা ৩,২৭,৩৬৭ জন। ইউনিয়ন ১২টি ও পৌরসভা ১টি। ভোটার সংখ্যা ২,৪২,৮২৮ জন। পুরুষ ভোটার ১,২৩,৫৪৫ জন, মহিলা ভোটার ১,১৯,২৮৩ জন। শাহরাস্তির জনসংখ্যা ২,২৬,৭৮৬ জন। ইউনিয়ন ১০টি ও পৌরসভা ১টি। ভোটার সংখ্যা ১,৭০,৯৫৩ জন। পুরুষ ভোটার ৮৪,৭০৭ জন, মহিলা ভোটার ৮৬,২৪৬ জন।
ঐতিহাসিক বড় মসজিদখ্যাত হাজীগঞ্জ আর হযরত রাস্তি শাহ (রঃ) পূর্ণভূমি শাহরাস্তির সর্বস্তরের লোকজনের মধ্যে নির্বাচনী আমেজ জমে উঠেছে। নির্বাচন কেন্দ্র করে অতীতের ভোটের হিসেব নতুন করে কষতে শুরু করেছে তারা। ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন এম এ মতিন। ১৯৯৬ সালে আ’লীগের এমপি নির্বাচিত হন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ২০০১ সালে ফের বিএনপি থেকে এমপি নির্বাচিত হন সাবেক এমপি এমএ মতিন। ২০০৮ সালের নির্বাচন ও ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ২০০৮ সালে সেনা সমর্থিত নির্বাচনের আগে বিএনপির সাবেক এমপি এম এ মতিন নিজের অসুস্থতা দেখিয়ে রাজনীতি থেকে অবসরগ্রহণ করেন। সে সময় বিএনপির মনোনয়ন পান ইঞ্জিনিয়র মমিনুল হক।
নৌকা প্রতীকে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এবার অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন। দলীয় অন্য মনোনয়ন প্রত্যাশীদের বরফ গলতে শুরু করেছে। নৌকার পক্ষে কাজ করতে আ’লীগ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।
২০০৮ সালের পর থেকে হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিএনপি অনেকটা সুসংগঠিত ছিলো। জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় লায়ন মমিনুল হক মূলত সেই সময় থেকে নেতা-কর্মীদের সংগঠিত করে রেখেছেন। বিশেষ করে বিএনপির আন্দোলনে যে সকল নেতা-কর্মী মামলার শিকার হয়েছিলেন তাদেরকে অর্থনৈতিকভাবে ব্যাপক সহায়তাসহ আইনী বিষয়গুলো দেখবাল করেন মমিনুল হক। এ সব কারণে দলের কমপক্ষে ৮০ ভাগ নেতা-কর্মীর সমর্থন মমিনুল হকের পক্ষে।
বহু মামলার আসামী বিএনপির শত শত নেতা-কর্মী যখন আদালতে হাজিরা দিতে ব্যস্ত, ঠিক সেই মুর্হুতে দলীয় প্রতীক দুইজনকে দেয়ায় হতাশ তারা। দলের দুর্দিনের কান্ডারী লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে ধানের শীষ দেয়া হোক এমনটাই প্রত্যাশা বিএনপির অধিকাংশ নেতা-কর্মীর।
বাংলা৭১নিউজ/জেএস