হাজার কোটি টাকার বন মন্ত্রণালয়ের প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নে পদে পদে দুর্নীতি প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুর্নীতির প্রমাণ পায় দুদক।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, বন বিভাগের নানাবিধ অনিয়মের অভিযোগে একযোগে পরিচালিত ২টি অভিযানসহ দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম পৃথক অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা যায়, সরকারি বনজ সম্পদ উন্নয়নে ২০১৮ সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। প্রায় দেড় হাজার কোটি টাকার বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নে পদে পদে দুর্নীতির অভিযোগ উঠেছে।
ওই প্রকল্পসহ অন্যান্য বাস্তবায়নে অনিয়ম, বরাদ্দ করা অর্থ আত্মসাৎ, বদলি-পদোন্নতিসহ সার্বিক কার্যক্রমে নানাবিধ দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের বন সংরক্ষকের কার্যালয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বিতর্কিত বদলিসহ অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য সব বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনায় অভিযোগের সত্যতা মিলেছে।
দুটি টিমই রেকর্ডপত্র যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।
বাংলা৭১নিউজ/এবি