সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাহিরপুরের শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় জেলা প্রশাসক ইঞ্জিন চালিত একটি নৌকায় ওঠে নেটের ঝুড়ি দিয়ে হাওর থেকে ময়লা তুলে প্লাস্টিকের বস্তায় রাখেন।
পরে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা। অধিকাংশ মানুষ এ জেলাকে চিনে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটকরা আসেন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হাওরে প্রতিনিয়ত পর্যটকরা আসলেও কিছু মানুষ হাওরে প্লাস্টিকের বোতল, খাবারের প্লেট, ময়লা-আবর্জনা ফেলে যান। যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, নষ্ট হচ্ছে হাওরের জীব-বৈচিত্র্য।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ উপস্থিত ছিলেন।