কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনের কাছেই রেললাইন ধরে হাঁটছিলেন দুই ব্যক্তি। পেছন দিক থেকে ছুটে আসছিল ট্রেন। দূর থেকে হুইসেল বাজানো হলেও তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। বিপদ বুঝতে পেরে একটানা হুইসেল বাজিয়ে যাচ্ছিলেন ট্রেন চালক। কাছাকাছি চলে আসার পর হঠাৎ করেই ট্রেনের ঠিক সামনে ঢুকে পড়েন ওই দুই ব্যক্তি। ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন একজন। ট্রেনের নিচে কাটা পড়েন আরেকজন।
রোববার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সরারচর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্দুর আন্তঃনগর ট্রেনটি সরারচর রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় হঠাৎ করে ওই দুই ব্যক্তি ট্রেনের সামনে চলে আসেন। এ সময় ট্রেনটিতে ধাক্কা লেগে একজন কাটা পড়েন। আরেকজন ছিটকে পড়েন। তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, আমি এখন ঘটনাস্থল সরারচর আছি। বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেন চালক বারবার হুইসেল দেওয়ার পরও তারা লাইন থেকে সরে যাননি। তারপর ট্রেনের ধাক্কায় ওই দুই ব্যক্তি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচবি