করোনা ভাইরাস শুধুমাত্র মানুষের শরীরেই নয় বিভিন্ন প্রাণির মধ্যেও পাওয়া গেছে। বিশ্বে এই প্রথম একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে।
ইতিমধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই।
ইউএসডিএ মুখপাত্র লিন্ডসে কোলে জানান, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়েছে।
বিভাগটির তথ্য অনুযায়ী এর আগে বিশ্বে যেসব প্রাণির করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।
বাংলা৭১নিউজ/এএন