বাংলা৭১নিউজ, রাজশাহী: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, “হরতাল আহ্বানকারীদের পুলিশ যেভাবে বাধা দিয়েছে, তা করা তাদের উচিত হয়নি।”
শুক্রবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ না গেলে ওই এলাকার উন্নয়ন হবে না। ফলে ওই এলাকার জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ হবে। ওই এলাকায় যাতে বিদ্যুৎ না যায়, ওই এলাকায় যাতে উন্নয়ন না হয়, সে জন্য ষড়যন্ত্র করে রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার পাঁয়তারা চলছে। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকতে পারে।
রাজশাহী জেলা জজ আদালতের পিপি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইবরাহিম হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল চন্দ্র সরকার, বাগমারা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
বাংলা৭১নিউজ/এসএম